নূর হোসেন ও তার তিন সহযোগীকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। এর আগে নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বাংলাদেশের নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ আলোচিত সাত খুনের মামলায় অভিযুক্ত নূর হোসেন। আজ রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ তাকে উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত আদালতের সামনে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান। একইসঙ্গে ন্যায় বিচারের দাবিও জানান তিনি।
এদিন কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্ত্বরে কঠোর নিরাপত্তা ছিল। নূর হোসেনের সঙ্গে আদালতে তোলা হয় আরও দুই আসামী ওয়াহিদুর রহমান ও খান সুমনকে।