কৈখালির ইন্দ্র-প্রস্ত আবাসনের সীমা সিং নামের অবাঙালি নারীর কাছ থেকে দিন চারতলার ইউনিট ভাড়া নেয় নূর হোসেনসহ তিনজন। পনের দিন আগে কলকাতায় চিকিৎসা করানোর কথা বলে তারা এই বাড়ি ভাড়া নেয়। ভারতীয় ১১ হাজার টাকায় ফ্ল্যাট ভাড়ার গ্যারান্টার ছিলেন স্থানীয় একজন ভারতীয় নাগরিক।
জানা গেছে, সীমা সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। কেন পাসপোর্ট ভিসা নেই এমন একজন বিদেশিকে তিনি ভাড়া দিলেন এই অপরাধে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। যদিও ওই আবাসনে নিজে থাকেন না সীমা সিং। তিনি দক্ষিণ কলকাতার গড়িয়ায় বাসিন্দা। আর এই গ্রেফতারের খবর পাওয়ার পর সীমা গা ঢাকা দিয়েছেন।