খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। চাঁদাবাজির মামলায় গ্রেফতার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানার নিঃশর্ত মুক্তির দাবিতে বাঙালি ছাত্র পরিষদ এ সড়ক অবরোধের ডাক দেয়।
গতকাল সোমবার রাতে খাগড়াছড়ি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ যানবাহন চালানোর সিদ্ধান্তের কথা জানালেও আজ মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাস কাউন্টারগুলোতে তালা ঝুলছে।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি জানান, যাত্রী না হওয়ায় গাড়ি ছাড়ছে না।
এদিকে সকাল থেকে কোথাও অবরোধের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি।