যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বনানীতে সেতু ভবনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি ও নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, 'ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রায় ৪০ একর জায়গা নেয়া হয়েছে। দ্রুত এখানে পুনর্বাসন করা হবে। জমি অধিগ্রহণের টাকা ইতিমধ্যে দেয়া শুরু হয়েছে।'