রাষ্ট্রপতি আবদুল হামিদ বলিভিয়া থেকে নিউইয়র্ক পৌঁছেছেন।
গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান।
বলিভিয়া থেকে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।
এর আগে সোমবার ভোরে বলিভিয়ার ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র সফরকালে ১৯ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সেখানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
এছাড়া আজ মঙ্গলবার বাংলাদেশি কমিউনিটির একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।