বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'দেশে বর্তমানে ত্রাসের রাজত্ব চলছে। এজন্য জনগণের সমর্থনহীন এই ‘অবৈধ’ সরকার দায়ী। জন সম্পৃক্তহীন বলেই এই সরকার এসব করছে।'
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত সাবেক চিফ হুইপ মাহবুবুল আলম তারার শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বিএনপি নেতা মাহবুবুল আলম তারার মৃত্যুতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ শোক সভার আয়োজন করা হয়।
গুম,খুনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে আওয়ামী লীগ গুম ও খুনের রাজত্ব কায়েম করছে।'
সম্প্রতি পল্লবীর কালশী বিহারী পল্লীর ঘটনাকে অমানবিক ও নৃসংশতম উল্লেখ করে তিনি বলেন, 'ঘরের দরজা বন্ধ করে এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারা জঘন্যতম ও ঘৃণ্য। আমরা জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।'