রাজধানীর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন বিহারি ক্যাম্প এলাকায় স্থানীয়দের সঙ্গে বিহারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর সোয়া ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বিহারি নেতারা মোহম্মদপুরে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে মিরপুরে ফিরলে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ এড়াতে বিহারিদের ধাওয়া দিয়ে ক্যাম্পে পাঠিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।