বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের মংডু শহরের অভিবাসন কেন্দ্রের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। দুদেশের প্রতিনিধি পর্যায়ের এ বৈঠকে ৮ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জাকারিয়া এবং ১০ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন স্টাফ অফিসার ইউথান লে।
এদিকে, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। ৪২ বিজিবি ব্যাটালিয়নের মাধ্যমে ফেরত বাংলাদেশিরা টেকনাফ মডেল থানার হেফাজতে রয়েছে। এ ব্যাপারে ৪২ বিজিবির অতিরিক্ত পরিচালক মো. নাসমুস সাদাত সৌম্য জানান, বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার, টেকনাফ বিওপি এবং স্টাফ অফিসার, ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মংডু মিয়ানমার পর্যায়ে অনুষ্টিত পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মিয়ানমারের কারাগারে সাজাভোগ করার পর ৩২ (বত্রিশ) জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়। ফেরত আনা ৩২ (বত্রিশ) জন বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার নিমিত্তে টেকনাফ মডেল থানায় ০১টি জিডি করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ৩২ জনের তালিকা যাচাই-বাচাই করে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।