বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিমউদ্দিন (৩০) নামের এক রিকশাচলক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।
আহত জসিমউদ্দিন জানান, রিকশা চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পর পর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তার বাম পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হলে তিনি আহত হন। পরে হাসান নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব