বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৫ দিনের হরতাল শেষে এসএসসি ও সমমানের তৃতীয় পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এসএসসির ইংরেজি প্রথম পত্র, দাখিলের আরবি প্রথম পত্র ও কারিগরির গণিত বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে বেলা ১২টায়।
গত ৮ ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পিছিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
হরতালের কারণে এ নিয়ে অনুষ্ঠিত ৩টি পরীক্ষাই পরিবর্তিত সময়ে নিতে বাধ্য হয়েছে মন্ত্রণালয়।
একই কারণে ১০ ফেব্রুয়ারির পরীক্ষা আগামীকাল সকাল ১০টায় শনিবার অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৫/এস আহমেদ/মাহবুব