বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর নলবুনিয়ার চরের কাছে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার দুপুর একটার দিকে এই ট্রলারডু্বির ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই স্থানীয়তা ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন। বর্তমানে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে।
নিহতদের মধ্যে জয়নাল (৩৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শতাধিক যাত্রী কিলাপড়া থেকে ট্রলারটি চলাভাঙ্গার দরবার শরীফের ওয়াজ মাহিফিলে অংশ নিতে রওনা হয়। দুপুরে ট্রলারটি পায়রা নদীর তেতুলবাড়ীয়া নামক স্থানে পৌঁছালে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতারে উঠতে সক্ষম হন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব