বিএনপি জোটের অবরোধের মধ্যে লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাতে জকসিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির।
দগ্ধ আলাউদ্দিন (৪০) কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার লোকমান হোসেনের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি, তবে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, রাত ১০টার দিকে নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটিতে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও বাসটির সামনের অংশ পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ