বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ট্রলারডুবির ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া লাশগুলো হলো- আমির আলী (৪০), জয়নাল (৩৮), ইউসুফ আলী (৪৫), নাঈম (৯), শফিক উদ্দিনের (৩৮), আলী হোসেন (৩৭) ও হারুন মাঝি (৪২)।
উদ্ধার হওয়া পাঁচটি লাশ শুক্রবার রাত ৮টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া প্রশাসনের পক্ষে নিহতদের পরিবার প্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।
রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংল নেয়।
বরগুনার তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা থেকে ২০০ যাত্রী নিয়ে চলাভাঙা দরবার শরিফের মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। অতিরিক্ত যাত্রী হওয়ায় পায়রা নদীর মোহনায় নলবুনিয়ার চরের কাছে এসে সেটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে উঠতে পারলেও ৬/৭ জন নিখোঁজ হন।
ডুবে যাওয়া ট্রলারটি রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ