আজ শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আর এতে বাধা দিলে হরতাল অসহযোগের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা।
বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান গতকাল অজ্ঞাতস্থান থেকে বিবৃতি দিয়েছেন। তারা ২০-দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ নগরবাসীকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে শেষ ধাপের আন্দোলনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। গত ৩৯ দিন ধরে চলে আসা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে আজ শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে বিএনপি জোট। তবে ঢাকা মহানগরের কোথায়, কখন মিছিল হবে, তা বলা হয়নি। এ জন্য পুলিশের অনুমতিও চাওয়া হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচিতে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন বিএনপি জোটের কর্মসূচি সম্পর্কে বলেন, ‘চলমান আন্দোলনে ব্যাপক জনসমর্থন রয়েছে। কিন্তু নেতাকর্মীরা রাজপথে নামতে পারছে না। তারা রাজপথে নামতে পারলে জনসম্পৃক্ততা আরো বাড়তো। নেতাকর্মী এবং জনগণের আন্দোলন ছাড়া ক্ষমতাসীনদের টনক নড়ানো সম্ভব হবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে বিক্ষোভ মিছিল কর্মসূচি প্রয়োজন।’
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ইং/ রোকেয়া।