বিএনপি নেতৃত্বাধীন লাগাতার অবরোধ চলাকালে রাজশাহীতে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইঞ্জিন ও ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ও ললিতনগর এলাকার মাঝে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলের কন্ট্রোল বিভাগ থেকে রেললাইন কেটে ফেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোকলেসুর রহমান জানান, রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী যাওয়ার পথে লাইনচ্যুত হয়নি ট্রেনটি। পরে চালক নেমে দেখতে পান রেললাইন কাটা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।
এদিকে, ঈশ্বরদীগামী লোকাল ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব