মতিঝিল থানার বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির সাবেক দুই এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজাম ও নাজিমউদ্দিন আহমেদকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠনোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার তিন দিনের রিমান্ড শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামি পক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামান জামিন ও রিমান্ড আবেদন শুনানি শেষে জামিন নাকচ করে তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছিলেন।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি পল্টন থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুরের একটি মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে বের হওয়ার সময় মতিঝিল থানা পুলিশ তাদের দুজনকে আটক করে। খালেদা জিয়ার নির্দেশে আশরাফ উদ্দিন নিজান ও নিজাম উদ্দিন আহমেদ কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব