বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে কেউ আপস করেনি। আপস করলে বুশ লাদেনের সঙ্গে সংলাপ করত, আমেরিকা আইএসের সঙ্গে। আমি মনে করি, খালেদা জিয়ার এ আন্দোলনের মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। পাকিস্তান এ আন্দোলনে পুরোপুরি সহায়তা দিচ্ছে। কারণ তারা একাত্তরের পরাজয়ের বদলা নিতে চায়।”
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের বিপক্ষে তিনি এ আন্দোলন ঘোষণা করেছেন। কিন্তু তিনি সেটা পারবেন না। '
তিনি আরও বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার। যারা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতায় জড়িত, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।”
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব