বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলো।
রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান হুসেইন মুফতুগলো। সেখানে খালেদা জিয়ার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলাপ হয় তার। এরপর ৫টা ৫০ মিনিটের দিকে তিনি গুলশান কার্যালয় ত্যাগ করেন।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সাক্ষাৎতের সময় চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইউম উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কোন বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব