প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এসময় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারও গণতন্ত্র রক্ষায় সক্রিয় রয়েছে।
রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বার্নিকাট।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা বাংলাদেশের গণতন্ত্রকে মূল্যায়ন করেন। তারা আমাদের দেশে গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এবং গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে চান। এর জবাবে প্রধানমন্ত্রী এসময় বলেন, তার সরকার গণতন্ত্র রক্ষায় সকল পদক্ষেপ নেবে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের ভূমিকার প্রশংসাও করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যিকার অর্থে অংশীদারিত্ব রয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। নারী ক্ষমতায়ন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর বার্নিকাট সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব