বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করছে। সোমবার ভোর ৬টা থেকে দেশজুড়ে ২৪৭ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে ৬ প্লাটুন বিজিবি।
বাকি ২৪১ প্লাটুন মোতায়েন থাকছে রাজধানী ঢাকার বাইরের নিরাপত্তায়। এরমধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনের নিরাপত্তায় রয়েছে ১১৮ প্লাটুন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে ১২৩ প্লাটুন বিজিবি।
তিনি আরও জানান, রাজধানীর বাহিরে দায়িত্বরত সদস্যরা ২৪ ঘণ্টার জন্য নিয়োজিত রয়েছেন। এছাড়া ৭০ প্লাটুন বিজিবি জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ