হরতাল-অবরোধ প্রত্যাহারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান।
আজ সোমবার গুলশানে বিএনপি নেত্রীর কার্যালয়ের সামনে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে গুলশান ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে দাঁড়িয়ে তিনি এ আল্টিমেটাম দেন। বিএনপি নেত্রীকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার এ সহিংস হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। মানুষ মারা বন্ধ করুন। তা না হলে আপনাকে গ্রেফতার করা হবে। সরকার যদি গ্রেফতার না করে তবে জনগণ আপনাকে আটক করে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেবে।'
তিনি বলেন, আজ ১৬ ফেব্রুয়ারি। আগামী ২৪ ঘন্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে আগামী ১৮ ফেব্রুয়ারি ট্রাক মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হবে। ১৯ ফেব্রুয়ারি শ্রমিক-জনতা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেবে। এছাড়া মতিঝিল থেকে জাতীয় পতাকা মিছিল বের করা হবে।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনসহ বেশকিছু শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক নিয়ে সমাবেশে যোগ দেন শাজাহান খান। ৮৬ নম্বর সড়কের মাথায় ট্রাকের উপর দাঁড়িয়ে তিনি বক্তৃতা করেন। এ সময় সমাবেশ ঘিরে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক সদস্য পুরো এলাকা ঘিরে ফেলে।
এদিকে শাজাহান খানের বক্তৃতা চলাকালীন গুলশান-২ সার্কেলে বিএফসি'র সামনে দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দু'জন আহত হন। তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ