ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে সাইফুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি গরু রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা-নেকুদা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সাতক্ষীরা শহরতলীর গড়েকান্দা গ্রামের মো. জিন্নাহর ছেলে।
সীমান্ত সূত্র জানায়, রবিবার বিকালে কয়েকজন সহযোগী নিয়ে সাইফুল ইসলাম ভারতে যায় গুরু আনতে। সোমবার ভোররাতে গরু নিয়ে ফেরার পথে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর নজির আহমেদ বকশি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা