নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
তারা হলেন- বাবুল আহমদ (৫৪), মোতালেব হোসেন (২২) ও ওবায়েদুল হক (২১)। ককটেলের স্প্লিন্টার বাবুল আহমদের মাথায় ও ডান হাতে এবং মোতালেব ও ওবায়েদুল হকের পায়ে বিদ্ধ হয়। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। হাজার হাজার শ্রমিক এতে অংশ নেন।
কর্মসূচিতে আরও উপস্থিতত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, শ্রমিক নেত্রী শিরিন আকতার, শ্রমিক নেতা এনায়েত করিম, শ্রমিক নেতা ওসমান আলী প্রমুখ।