ভারতের মেঘালয়ের রাজ্যের আদালত নির্দেশ দিলে আটক বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানিয়েছেন ওই রাজ্যের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
তবে ওই পুলিশ কর্মকর্তা এও জানিয়েছেন, আদালত যদি সালাহউদ্দিনকে বাংলাদেশে পুশব্যাকের অনুমতি না দেয় সেক্ষেত্রে তিনি সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে, সালাহউদ্দিনকে কখন আদালতে হাজির করা হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পূর্ব খাসি হিলসের এসপি এস খারক্রাং বলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে সালাহউদ্দিনকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ওপর। শিলিংয়ের সিভিল হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, চিকিৎসক সালাহউদ্দিনকে আপাতত বিশ্রামে রাখার কথা বলেছেন।
অন্যদিকে, ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিচার হলে তাকে তিন মাসের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দন্ডই হতে পারে। 'ভারতীয় পাসপোর্ট আইন-১৯৫০' অনুযায়ী ওই শাস্তি নির্ধারিত আছে।
এর আগে, দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান তার স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৫/মাহবুব