একদিনের সফরে আগামীকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সফরকালে প্রধানমন্ত্রী জেলায় প্রায় ৬শ’ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সমাপ্ত হওয়া কাজের উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এছাড়া বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সেজেছে নতুন রুপে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সড়কগুলোকে রাঙানো হয়েছে বিভিন্ন রঙে। রাস্তার দু’ধার বিভিন্ন রং বেরং-এর ব্যানার, পতাকা, ফেস্টুনে ছেয়ে গেছে। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তালিকা।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৫/মাহবুব