সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নতুন একটি দুগ্ধ কারখানা তৈরির প্রকল্পসহ ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বাঘাবাড়িতে গুঁড়ো দুধের কারখানাটি করতে ব্যয় হবে ৭৪৮ কোটি টাকা। এর মধ্যে সরকার বহন করবে ৫৬১ কোটি টাকা। আর বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) বাকি ১৮৭ কোটি টাকা ব্যয় করবে।
প্রকল্প এলাকার কাঁচা দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করতে প্রকল্পটি হাতে নিয়েছে সরকার।
৯ প্রকল্পের মোট ব্যয়ে সরকারি অর্থায়ন ২ হাজার ২৭০ কোটি ১৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩০ কোটি ৯৪ লাখ টাকা।
এ ছাড়া প্রকল্প সাহায্য পাওয়া যাবে তিন হাজার ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা।
বৈঠক শেষে অনুমোদিত বিভিন্ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/ এস আহমেদ