নায্য মজুরীর দাবীতে সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে বন্দরে কর্মরত কয়েকটি শ্রমিক সংগঠন। ফলে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা আদালত কতৃক নির্ধারণকৃত মজরী আদায়ের দাবিতে লোড আনলোড বন্ধ রাখা হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ জানান, হাইকোর্ট থেকে শ্রমিকদের মজুরী নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। কিস্তু বন্দর কর্তৃপক্ষ তা পরিশোধ না করে টালবাহানা করছে। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ বন্দরে পণ্য লোড আনলোড বন্ধ করে দেয় শ্রমিকরা। ফলে বন্দরে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। ফলে পণ্যজটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সোনামসজিদ বন্দর পরিচালনা কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান বলেন, ‘বিষয়টি সমাধানে উভয় পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করা যায় শিগগির এর সমাধান হবে।’
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ