আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভাগাভাগি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে খুব তাড়াতাড়িই চূড়ান্ত চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা রাজনাথ সিং। আজ মঙ্গলবার দুপুরে রাজনাথ সিংয়ের বরাত দিয়ে এ খবর দেয় ভারতীয় সংবাদ মাধ্যম আইবিএন। পাশাপাশি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারও সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বহু বছর ধরেই তিস্তা চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলছে। তবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আসছেন নরেন্দ্র মোদি। আগামী মাসে নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফরের কথা রয়েছে। এ সফরেই তিস্তা চুক্তির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
তবে তিস্তা চুক্তির প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত তার বাধাতেই আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। এ পরিস্থিতিতে রাজনাথ সিংয়ের বক্তব্য তিস্তা চুক্তি হওয়ার ব্যাপারে ভারতের পক্ষ থেকে ইতিবাচক বার্তা বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ