সাগরে ভাসমান ও থাইল্যান্ডের জঙ্গলে মৃত ও জীবিত বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রিটের ওপর আজ আংশিক শুনানি গ্রহণ করেছেন।
আগামীকাল রাষ্ট্রপক্ষ শুনানি করবে বলে জানা গেছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
রিটে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটসের পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।