একাদশ শ্রেণির ভর্তিতে অনলাইন ও এসএমএসে আবেদন করার সময় তিন দিন বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে আগামী ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর থেকে প্রথমবারে মতো অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করতে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীরা ভোগান্তি ও প্রতারণতার শিকার হয়েছিল। তাই সবকিছু বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আবেদনের শেষ দিন ছিল ১৮ জুন।
দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয় গত ৬ জুন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৫ অনুযায়ী, ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই।
বিগত কয়েক বছরের মত এবারো এসএসসির ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। নীতিমালা অনুযায়ী, টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা দিয়ে, সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রমে রাখা যাবে।
অনলাইন আবেদনের ক্ষেত্রে (www.xiclassadmission.gov.bd) এ ওয়েবসাইটে আবেদন করা যাবে। মোবাইল এসএমএস'র মাধ্যমে আবেদন পদ্ধতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) এ পাওয়া যাবে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক ভর্তিতে ২০১১ সালে চট্টগ্রামে প্রথমবারের মতো অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া চালু হয়। একটি মাত্র সরকারি কলেজে (সরকারি কমার্স কলেজ) অনলাইনে আবেদন করার সুযোগ ছিল তখন। তাও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও তদারকি করেছে ঢাকা শিক্ষাবোর্ড। তবে পরের বছর থেকে নিজেদের তদারকিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ২০১২ সালে ২২টি কলেজে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০১৩ সালে আরো ১২টি বাড়িয়ে মোট ৩৪টি কলেজকে অনলাইনের আওতায় আনা হয়। আর বোর্ড অনুমোদিত মোট ২৩০টি কলেজের মধ্যে গতবছর (২০১৪ সালে) অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয় ৫২টি কলেজে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ২০১৫/শরীফ