নাগরিকদের ব্যাপক আগ্রহের মধ্যে স্মার্টকার্ডের ব্যবহার প্রযুক্তি এবং কারিগরি দিকসহ সার্বিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছে নির্বাচন কমিশন। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নতমানের জাতীয় পরিচয় পত্র বা স্মার্টকার্ডের সার্বিক দিক নিয়ে অবহিত করে কমিশন।
স্মার্টকার্ড প্রস্তুত এবং বিতরণে ফ্রান্সের একটি সংস্থার সঙ্গে ছয় মাস আগে প্রায় আটশ' কোটি টাকার চুক্তি হয়। ইতোমধ্যে স্মার্টকার্ডের নমুনা চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের মধ্যে নাগরিকদের হাতে পৌঁছাবে এই কার্ড। স্মার্টকার্ডে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক মানদণ্ড থাকবে।
বিডি-প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৫/ রশিদা