চারদিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভিয়েতনামের রাষ্ট্রপতি ট্রং ট্যান স্যাংয়ের আমন্ত্রণে ৯ আগস্ট থেকে তার এ সফর শুরু হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরকালে রাষ্ট্রপতি ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। সেসঙ্গে অভিন্ন স্বার্থে আন্তর্জাতিক বিষয়াদিতেও আলোচনা করবেন তারা। এর মধ্যে কানেকটিভিটি, বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন ও সংস্কৃতি উল্লেখযোগ্য।
সফরে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, উপ প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির মহাসচিব, ভিয়েতনামের হ চাই মিন পিপলস কমিটির চেয়ারম্যান এবং দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অাবদুল হামিদের।
বিডি-প্রতিদিন/৩ অাগস্ট ২০১৫/শরীফ