দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে আদালতের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সকাল সোয়া ৯টায় পুরান ঢাকার উদ্দেশ্যে তিনি গুলশানের বাসভবন থেকে বের হয়েছেন। সকাল সাড়ে দশটায় রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ (অস্থায়ী) আদালত বসার কথা রয়েছে। তার আগেই খালেদার সেখানে পৌঁছার কথা রয়েছে।
এর আগে রবিবার ২ আগস্ট খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানিয়েছেন যে সাক্ষ্যগ্রহণের সময় বিএনপির চেয়ারপারসন আদালতে উপস্থিত থাকবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
এর আগে ২৩ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন। মামলা দুটির বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের আইনজীবীর আংশিক জেরা অনুষ্ঠিত হয় সেদিন। অসমাপ্ত জেরার জন্য আজ ৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। খালেদা জিয়ার পক্ষে জেরা করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বিডি-প্রতিদিন/৩ অাগস্ট ২০১৫/শরীফ