মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছে অটোরিকশা মালিক ও শ্রমিকরা। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিমতলী থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির চাকা পাংচার করে ও চাকা খুলে গাড়ি ফেলে সড়ক অবরোধ করে অটোরিকশা মালিক-শ্রমিক সদস্যরা। এ সময় তারা অবিলম্বে মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ৫-৭টি গাড়ি পাংচার করে ফেলে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ