প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতি সংস্থার (জাসাস) এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা বাদী হয়ে সোমবার রাতে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, 'অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ এনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতি সংস্থার (জাসাস) নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।'
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-দক্ষিণ) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মোহাম্মদ উল্লাহ মামুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 'অপহরণের ষড়যন্ত্র'র অভিযোগে যুক্তরাষ্ট্রে কারাভোগকারী রিজভী আহমেদ সিজারের বাবা বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট ২০১৫/ এস আহমেদ