৩ হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ২ হাজার ৩৭৯ কোটি ১৩ লাখ, সংস্থার নিজস্ব তহবিল ৩২ কোটি ১৩ লাখ এবং প্রকল্প সাহায্য ৯৫৭ কোটি ১৯ লাখ টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগর এনইসি সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘একনেক বৈঠকে ৩ হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ২ হাজার ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৯৫৭ কোটি ১৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ১৩ লাখ টাকা প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় করা হবে।’
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব