মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধারের পর বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৫৯ নাগরিককে আগামীকাল বুধবার দেশে ফিরিয়ে আনা হবে। গত বৃহস্পতিবার এদের ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।
মঙ্গলবার কক্সবাজার বিজিবি-১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেরত আসার অপেক্ষায় থাকা ১৫৯ জনের মধ্যে নরসিংদীর ৮০ জন, চট্টগ্রামের ১৮ জন, হবিগঞ্জের ১৭ জন, কিশোরগঞ্জের ১৩ জন, নারায়ণগঞ্জের ১২ জন, ফরিদপুরের ১২ জন, শরীয়তপুরের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ১ জন ও বরিশালের ১ জন। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে ১৬ জন।
কর্নেল মো. রবিউল ইসলাম জানান, চতুর্থ বারের মত শনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে ৫ আগস্ট বুধবার। ইতিপূর্বে মিয়ানমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এদের ফেরত আনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। গত বৃহস্পতিবার এদের ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।
তিনি জানান, সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় এক পতাকা বৈঠক অনুষ্টিত হবে। বৈঠক শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ১৫৯ জনকে ফেরত আনা হবে।
উল্লেখ্য, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪৭ জনকে। বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ৪র্থ বারের মতো ১৫৯ জনকে ফেরত আনা হবে।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব