বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন উদযাপন না করার অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা চাই সবাই সার্বজনীনভাবে শোক দিবস পালন করুক। দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। এ বিভাজন আমরা চাই না। তাই খালেদা জিয়াকে প্রস্তাব করেছি-করছি আপনি ১৫ আগস্ট আপনার জন্মদিন পালন না করে ১৬ আগস্ট কিংবা ১৭ আগস্ট পালন করেন।
তিনি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন।
আশরাফ বলেন, ৪০ বছর আগে বঙ্গবন্ধু শাহাদাৎ বরণ করেছেন। যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা সফল হয়নি। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে খুন করা নয়, তার সর্বোচ্চ অবদান এ বাংলাদেশকে নিশ্চিহ্ন করা। আমাদের মাতৃভূমি এ বাংলাদেশকে স্বাধীন করা ছিল বঙ্গবন্ধুর মহান কাজ।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সংসদ সদস্য ফজলে নূর তাপস, সাগুপতা ইয়াসমিন এমিলি, সব্যসাচী লেখক সৈয়দ শামসূল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছার, ছাত্রলীগ সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট ১৫/ সালাহ উদ্দীন