আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আগামী ২৬ আগস্ট নির্বাচন করতে প্রস্তুত আছে বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চকে তিনি এই বিষয়টি জানান। পরে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনটি নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ।
এদিন, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত আছে বলেও জানানো হয়। সংশোধিত তালিকায় এখন মোট ভোটার ৪৩ হাজার ৩২০ জন। এর আগে ৯ জুলাই সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, ১৩ আগস্ট আইনজীবীদের সনদ প্রদানকারী এই প্রতিষ্ঠানের নির্বাচনের দিন ধার্য ছিল। একইসঙ্গে সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু গত ৩০ জুলাই সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময়ের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন পেছানোর আবেদনে আদালত ২৬ আগস্ট নির্বাচনের আদেশ দেন।
বিডি-প্রতিদিন/০৫ অাগস্ট, ২০১৫/মাহবুব