বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেন্দ্রীয় করাগার পার্ট-২ (কাশিমপুর) থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় করাগার পার্ট-২ এর জেলার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে চলতি বছরের ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হন দুদু।
বিডি-প্রতিদিন/৭ আগস্ট ২০১৫/শরীফ