প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বিদেশে বসে দেশে গুপ্তহত্যা পরিচালনা করছে। ব্লগার, লেখক আর এখন প্রকাশক হত্যা এই গুপ্তহত্যারই অংশ।
সোমবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন হত্যাকাণ্ডে এখন যাদের আটক করা হচ্ছে তারা ছাত্রজীবনে ছাত্রশিবির করেছে অথবা বিএনপির কর্মী। দেশকে অস্থিতিশীল প্রমাণের জন্য একের পর এক হত্যা করা হচ্ছে। আর বিদেশে বসে এই গুপ্তহত্যায় মেতেছেন খালেদা জিয়া।
দেশে গুপ্ত হত্যা খুন যাই করুক না কেন বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না কেউ এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা গুপ্ত হত্যা করেছে, এদের লিংক, মুরব্বি, বড় ভাইদের খুঁজে শাস্তি দেবোই দেবো। এছাড়া যারা এসব ঘটাচ্ছে তাদেরও কোনো ছাড় নেই। আমরা যা বলি, আমরা তা করি।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন