লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদ ও জড়িতেদের বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে।
এদিন জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি প্রথমপত্র এবং জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেডিসি) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন