নাটোরে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ১০ জন। ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যাওয়ায় নাটোরের সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। সোয়া ৭টার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, জানান, সোমবার রাত সোয়া ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন ছেড়ে আসে। এরপর নাটোর-রাজশাহী মহাসড়কের হুগোলবাড়িয়া রেল ক্রসিংয়ে গেটের সিগন্যাল না থাকায় পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ট্রেনের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়।
তিনি জানান, এ ছাড়া ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। রেল লাইনের ওপর ট্রাক ও রেলের বগি বিকল থাকায় নাটোরের সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন যাত্রীরা জানান, রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরও গেটম্যানকে সেখানে দেখা যায়নি। এমনকি নাটোর রেল স্টেশনে কর্তব্যরত কোন কর্মকর্তাকেও ঘটনাস্থলে দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ