জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admissionresults/) থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JURRoll No লিখে 9933 এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।
এ বছর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে মোট ৪৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ২০৩ জন, প্রত্নতত্ত্ব বিভাগে ৪৫টি আসনের বিপরীতে চার হাজার ১৫২ জন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ৩০টি আসনের বিপরীতে দুই হাজার ১০৬ জন এবং চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে এক হাজার ৩৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
এদের মধ্য থেকে প্রতি বিভাগের মোট আসন সংখ্যার ১০ গুণ উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার সকাল থেকে মোট পাঁচটি পালায় এই চার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ