বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলে মনে করছে যুক্তরাজ্যের বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়। বিদেশি নাগরিকদের (বিশেষ করে পশ্চিমা নাগরিক) ওপর হামলা হতে পারে- এমন আশঙ্কায় দেশটির নাগরিকদের নিরাপত্তায় সোমবার ভ্রমণ বিষয়ক বার্তা হালনাগাদ করেছে ওই মন্ত্রনালয়।
বার্তায় হরতালে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, 'বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশি নাগরিকদের (বিশেষ করে পশ্চিমা নাগরিক) ওপর হামলা হতে পারে।'
ব্লগার-প্রকাশকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের আহ্বানে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হয়।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ