রাজধানীর শাহবাগে জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনেকে হত্যা এবং মোহাম্মদপুরের লালমাটিয়ায় আরেক প্রকাশক ও দুই ব্লগারসহ তিনজনের ওপর হামলার মামলা দু’টির তদন্তভার পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, “মঙ্গলবার দুপুরে মামলা দুটির তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। যদিও আগে থেকেই পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও গুরুত্ব সহকারে ছায়া তদন্ত করে আসছে।''
এর আগে, গত ৩১ অক্টোবর দুপুরে ঢাকার লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে তিন হামলাকারী। টুটুল ছাড়াও লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিম ওই ঘটনায় আহত হন।
এর ঘণ্টা তিনেক পর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
ওই ঘটনায় দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান সোমবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আর টুটুল মোহাম্মদপুর থানায় দায়ের করেন হত্যাচেষ্টা মামলা। দুই মামলাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে হামলাকারীর সংখ্যাও নির্দিষ্ট করে বলা হয়নি।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব