বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ের উপর ডাকা এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তথ্যমন্ত্রী। সম্প্রতি এক প্রকাশককে কুপিয়ে হত্যা ও আরেক প্রকাশক ও দুই ব্লগারসহ ৩ জনের ওপর হামলার পর এমন মন্তব্য করলেন হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করছেন বলে আমাদের কাছে তথ্য আছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত অস্বাভাবিক ঘটনাগুলোর আলামতও সেই দিক ইঙ্গিত করছে বলেও অভিযোগ ইনুর।
তিনি আরও বলেন, ‘এই বিষয়ে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে কিছু আলামত মিলছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মা-ছেলে বিদেশে বসে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে কিভাবে বাংলাদেশে সক্রিয় করা যায় সেই চেষ্টায় লিপ্ত রয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যখন ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল তখন কোনো দেশ সর্তকতা জারি করেনি। এখন সামান্য ঘটনাতেই তারা তা করছে। এটা প্রত্যাশিত নয়।’
ইংল্যান্ডে সোমবার খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের রাজতন্ত্র নয়, সংসদীয় গণতন্ত্র কার্যকর রয়েছে। মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। এই কারণেই বেগম জিয়ার বক্তব্য মিডিয়ায় প্রচার হচ্ছে। তিনি বিদেশ যেতে-আসতে পারছেন।’
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব