ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
হাঁপানি ও মারাত্মক পেটের পীড়ায় তিনি ভুগছেন বলে নূরজাহান বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
উল্লেখ্য, নূরজাহান বেগম উপমহাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব