রাজধানীর স্কয়ার হাসপাতালে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে নূরজাহান বেগমের চিকিৎসক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মির্জা নাজিম উদ্দিন এ কথা জানান।
ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘তিনি এখন সুস্থ আছেন এবং সবার সঙ্গে কথা বলতে পারছেন। আশা করছি দুপুরের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বেডে স্থানান্তর করতে পারব।’
তিনি আরও জানান, বার্ধক্যজনিত কারণ এবং শরীরে সোডিয়াম কমে যাওয়ায় তিনি প্রায় অজ্ঞান ছিলেন। চিকিৎসকদের সাধ্যমতো চিকিৎসায় তিনি সে অবস্থান থেকে ফিরে এসেছেন।
এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল বুধবার সকালে নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, নূরজাহান বেগম উপমহাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব