সরকারি কর্মচারীেরে দাবির পরিপ্রেক্ষিতে অষ্টম বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “পে-স্কেলের সুপারিশ অনুযায়ী বাতিল করেছিলাম। এখন সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করব।”
গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকতা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়। এরপর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা।
মন্ত্রী বলেন, “আমি রিজিড না, সবকিছুই আলোচনা করে সমাধান করার সুযোগ আছে।”
বিভিন্ন ক্যাডারে পদ সংখ্যার সমন্বয় না থাকায় সমস্যাগুলো দীর্ঘায়িত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “একটা ক্যাডারে প্রথম ৭ গ্রেডে ২২ হাজার পোস্ট আছে, এটা ফেয়ার না।”
এর আগে, মন্ত্রী প্রকৃচি (প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক) কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি, বিসিএস সমন্বয় কমিটিসহ বেশ কয়েকটি সংগনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব